মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » বিএসজেসি’র প্রতিবাদ ও নিন্দা
বিএসজেসি’র প্রতিবাদ ও নিন্দা
ক্রীড়া প্রতিবেদক :: ৪ অক্টোবর মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে ইংরেজী দৈনিক নিউ এজ এর স্টাফ রিপোর্টার আতিফ আজমকে বিসিবি’র নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী শারীরীকভাবে লাঞ্চিত করায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি৷ আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করছি যে, বিসিবি’র কতিপয় অপেশাদার স্টাফ সাংবাদিকদের সাথে অসদাচারন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তুচ্ছ একটি বিষয় নিয়ে আতিফ আজমের সাথে নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর এমন আচরণ স্বাধীণ সাংবাদিকতায় বাধা প্রদানের শামিল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিরও পরিপন্থী৷ দেশের ক্রিকেটের নিরাপত্তায় সাংবাদিকরা বরাবরই সহযোগীতাপূর্ণ মনোভাব দেখিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও দেখাবেন৷ তার অর্থ এই নয় যে,কোনো অপশক্তি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদান করলে সেটি মেনে নেওয়া হবে৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে৷ কিন্তু বিসিবি তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেনি৷ মোহাম্মদ আলীর আজকের এই অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে সকল সাংবাদিকদের সাথে একমত পোষন করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি) আগামী ২৪ ঘন্টার মধ্যে বিসিবি’র নিরাপত্তা সমন্বয়কের পদ থেকে তার অপসারণ দাবী করছে৷ একই সঙ্গে তাকে ভবিষ্যতে বিসিবি’র আর কোনো দায়িত্বে না রাখারও আহবান ৷ সেইসাথে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি) এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন৷