বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাবতলীর ছাত্রদল নেতা সেন্টু জেল হাজতে
গাবতলীর ছাত্রদল নেতা সেন্টু জেল হাজতে
বগুড়া প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মিঃ) বগুড়ার গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনা মামলা’য় রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম সেন্টু (৩৫) কে ফের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে৷
জানা যায়, গাবতলী মডেল থানা হামলা ও ভাংচুর ঘটনায় ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু ওরেন্টভুক্ত আসামী হওয়ায় ৫ অক্টোবর বুধবার বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিনের আবেদন না মুঞ্জুর করে তাঁকে জেল হাজতে প্রেরন করেন ৷ সেন্টু রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত জিয়ারম্নল হোসেন আলমের পুত্র৷ এদিকে সেন্টু’র বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, ভিক্তিহীন, হয়রানী, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তি’র দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, গাবতলী থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হয়রত আলী প্রমূখ৷ নেতৃবৃন্দরা অবিলম্বে সেন্টু’র বিরম্নদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি’র দাবি জানান৷ এছাড়াও ইতিপূর্বেও গত ৫জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় গাবতলী সোনারায়ের সাবেকপাড়া দোলোয়ারীয়া দাখিল মাদ্রাসা ১২নং ভোট কেন্দ্রে সরকারী কর্মকর্তা’দের ভোটগ্রহনে বাঁধা প্রদান ও আতংক সৃষ্টি করার অভিযোগে ছাত্রদল নেতা ময়নুল ইসলাম সেন্টু’কে গ্রেফতার’সহ বিভিন্ন মামলা’য় একাধিক বার গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছিল৷