বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে জিডি
বিশ্বনাথে ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে জিডি
বিশ্বনাথ( সিলেট ) প্রতিনিধি ::সিলেটের বিশ্বনাথে এক ভুয়া সাংবাদিক পরিচয়কারীর বিরুদ্ধে থানায় জিডি হয়েছে ৷ তার নাম মো. এনাম আহমদ ৷ সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব দশপাইকা গ্রামের মৃত : ইরপান আলীর পুত্র ৷ মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবকের বিরুনদ্ধে বিভিন্ন অভিযোগ এনে থানায় জিডি এন্টি করেন একই উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের বাউল ভাসানী বারিক ৷ যার নং ৮৪৩৷
জিডিতে প্রকাশ : এনাম আহমদ একজন অযোগ্য সাংবাদিক পরিচয়দানকারী দুশ্চচরিত্র প্রকৃতির লোক ৷ সে সমাজ বিরোধী কিছু লোকের কাছ থেকে অসত্ পন্থায় অবৈধ্য লাভের বিনিময়ে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের আর্থিক, সামাজিক ও সুনামের হেয়প্রতিপন্ন করে থাকে ৷ সে কিছু দিন পূর্বে এসএমপি সিলেটের কোন এক থানায় ভুয়া সাংবাদিক হিসেবে আটক হয় ৷ জিডিতে আরো উল্লেখ্য করা হয়, ভাসানী বারিকের ২৬ বছরের মেয়ের বিয়ের সব আয়োজন সম্পন্ন হয় ৷ কিন্তু সাংবাদিক পরিচয়দানকারী এনাম আহমদ অবৈধ্য আর্থিক লাভবানের বিনিময়ে শক্র পক্ষের সাথে হাত মিলিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মেয়ের বিয়ে ভঙ্গ করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মোবাইল ফোনে মেয়ে নাবালিকা বলে মিথ্যা তথ্য দেয় ৷ পরে উপজেলা নির্বাহী অফিসার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন ৷ বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা গ্রহনের জন্য থানার অফিসার ইনচার্জের প্রতি দাবী জানান ভাসানী বারিক ৷
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে ৷আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৪.১৩ মিঃ