বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দিনমজুর রুপ আলীকে বাঁচাতে প্রয়োজন ৭০ হাজার টাকা
দিনমজুর রুপ আলীকে বাঁচাতে প্রয়োজন ৭০ হাজার টাকা
মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) সিলেটের বিশ্বনাথে একজন দিনমজুর রুপ আলী ৷ বর্তমানে দুরারোগ্য B E P(Benign Enlargement of Prostate) বাংলায় যাকে বলে প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি রোগে তিনি আক্রান্ত ৷ চিকিত্সার জন্য মাত্র ৭০ হাজার টাকার প্রয়োজন, কিন্তু হাতে নেই একটি টাকাও৷ এক টুকরো বসতভিটা ছাড়া নেই আর কোন সম্বল যা দিয়ে চিকিত্সার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান হবে ৷ আর তাই নিরুপায় হয়ে বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের আবেদন চেয়েছেন৷ তার বিশ্বাস বিশ্বনাথ প্রেসক্লাব এগিয়ে আসলে তার এই ফরিয়াদ তার জন্মভূমি বিশ্বনাথের প্রবাসী ও বিত্তবানদের কাছে পৌছলে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন৷ জানিনা তার এই ফরিয়াদ আমরা কয়জনের কাছে পৌছাতে পারব কিংবা আমাদের এই আবেদন কয়জনের হৃদয়ে নাড়া দিতে পারবে৷ দারম্নন অসহায় রুপ আলী যখন আপনাদেরকে কেন্দ্র করে আগামী দিনে তার বেঁচে থাকার স্বপ্নের জাল বুনছে তখন আমরাও অতীতের ন্যায় আরো বেশী আত্নবিশ্বাসী হয়ে তার জন্য আপনাদের দরজায় কড়া নাড়ছি৷ কারণে ইতিমধ্যে মানবিক সাহায্যের ক্ষেত্রে আমরা শিক্ষক লিয়াকত আলী, মাদ্রাসার ছাত্রী রাশেদা, স্কুল ছাত্রী মাছুমা, কলেজ ছাত্রী রোজিনা, শিশু রাব্বী, শিশু হানিফা, বিধবা ছায়া বেগমসহ যে কয়টি সাফল্যের গল্প রচনা করেছি৷ তাতে তো আপনাদের কৃতিত্বই সবচেয়ে বেশী এবং তার সমসত্ম প্রশংসা পাবার দাবিদার একমাত্র আপনারাই৷
জানা গেছে , বিশ্বনাথ উপজেলার স্থানীয় মোলস্নারগাঁও গ্রামের মৃত আছলম মিয়ার পুত্র রুপ আলী (৪৭) পেশায় একজন দালান কোঠা নির্মান শ্রমিক ৷ সেই পেশায় ভবিষ্যতের জন্য কোন সঞ্চয় গড়তে না পারলেও স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাকে নিয়ে বেশ সুখেই ছিলেন রুপ আলী৷ সমপ্রতি একমাত্র মেয়েকে উপযুক্ত বরের কাছে পাত্রস্থ করায় আর বড় ছেলে ওয়ার্কসপে কাজ করার সুবাধে প্রতি মাসে কিছু মাইনে পাওয়ায় আর ছোট ছেলে লেখাপড়া করায় রুপ আলী যেই কিছুটা সুখের ছোয়া পেতে শুরম্ন করেছিলেন,ঠিক তখনী অর্থাত্ আজ থেকে প্রায় ৬ মাস পূর্বে প্রস্রাবের রাস্তায় প্রচন্ড জ্বালাপুড়া করলে তার স্বাভাবিক জীবনে ঘঠে নানা ছ্ন্দপতন৷ দৈনিক ভিত্তিতে স্থানীয় বিভিন্ন ঠিকাদারের সাথে প্রতিদিন কাজ করতে ছুটার বদলে তখন তাকে ডাক্তার আর বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টারে ছুটতে হয়৷ ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর দীর্ঘ কয়েক মাস ঔষধ সেবন করলে প্রথম পর্যায়ে কিছুটা উপকার পেলেও সমপ্রতি প্রস্রাবের রাস্তায় মাংস আরো বৃদ্ধি পাওয়ায় প্রস্রাব বন্দ হয়ে যায়৷ ডাক্তারের পরামর্শে মূত্র ত্যাগের জন্য প্রশ্রাবের রাস্তায় নল(কেথেটার) লাগিয়ে রাখতে হচ্ছে ৷ বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন ঔষধ সেবনে এই রোগের স্থায়ী কোন সমাধান সম্ভব নয়৷ তাই অপারেশন ছাড়া আর কোন বিকল্প পথ নেই৷ জানা গেছে অপারেশন সহ প্রয়োজনীয় ঔষধের জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত ৭০ হাজার টাকা প্রয়োজন ৷ কিন্তু দিনমজুর রুপ আলীর হাতে নেই একটি টাকাও৷ বর্তমানে তার কিশোর পুত্র সুমন (১৪) একটি ওয়ার্কশপে শিশু শ্রমিক হিসেবে মাসিক যে মাইনে পায় তা দিয়ে ৪ সদস্যের পরিবার একবেলা খেতে পারলেও অপর বেলা তাদেরকে প্রচন্ড ক্ষুধার সাথে যুদ্ধ করে এখন বেচে থাকতে হচ্ছে৷ এছাড়া রুপ আলীর এক টুকরো বসতভিটা ছাড়া নেই আর কোন সম্বল যা দিয়ে চিকিত্সার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান হবে ৷ আর তাই নিরুপায় হয়ে গত সোমবার রাতে স্ত্রী, পুত্র আর দুই ছেলেকে নিয়ে রুপ আলী এসে ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের অফিসে ৷ তার বর্তমান অবস্থা জেনে উপস্থিত সাংবাদিক অনেকের চোখের কোনায় জল জমতে দেখা গেছে৷ সততা আর ধর্মপ্রাণ রুপ আলী আজ দ্রারিদ্রতার সাথে যুদ্ধ করে অনেকটা ক্লান্ত ৷ বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের আবেদন চেয়েছেন৷ তার বিশ্বাস বিশ্বনাথ প্রেসক্লাব এগিয়ে আসলে তার এই ফরিয়াদ তার জন্মভূমি বিশ্বনাথের প্রবাসী ও বিত্তবানদের কাছে পৌছলে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন৷ জানিনা তার এই ফরিয়াদ আমরা কয়জনের কাছে পৌছাতে পারব কিংবা আমাদের এই আবেদন কয়জনের হৃদয়ে নাড়া দিতে পারবে জানিনা ৷ দারুন অসহায় রুপ আলী যখন আপনাদেরকে কেন্দ্র করে আগামীদিনে তার বেঁচে থাকার স্বপ্নের জাল বুনছে তখন আমরাও অতীতের ন্যায় আরো বেশী আত্নবিশ্বাসী হয়ে তার জন্য আপনাদের দরজায় কড়া নাড়ছি৷ কারণে ইতিমধ্যে মানবিক সাহায্যের ক্ষেত্রে আমরা শিক্ষক লিয়াকত আলী, মাদ্রাসার ছাত্রী রাশেদা , স্কুল ছাত্রী মাছুমা , কলেজ ছাত্রী রোজিনা , শিশু রাব্বী , শিশু হানিফা, বিধবা ছায়া বেগম সহ যে কয়টি সাফল্যের গল্প রচনা করেছি তাতে তো আপনাদের কৃতিত্বই সবচেয়ে বেশী এবং তার প্রশংসা পাবার দাবিদার একমাত্র আপনারাই৷ আবারও জয় হোক মানবতার ৷ আসুন আমরা আবারও প্রমান করি মানুষ “মানুষেরই জন্য , আর জীবন , জীবনেরই জন্ “ ৷