বুধবার ● ৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং সমাবেশ
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি :: “পুলিশই-জনতা-জনতাই পুৃলিশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ ৫ অক্টোবর বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানার আয়োজনে থানা ক্যাম্পাসে এ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান৷
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন, ওসি তদনত্ম শাহিন উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস, মাহমুদুল ইসলাম ফোটনসহ প্রমুখ৷
সমাবেশ পরিচালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং অফিসার শাহারিয়ার হাসান৷
সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশ জনগনের সেবক৷ কমিউনিটি পুলিশের সাথে নিয়ে জেলাকে মাদক, সন্ত্রাস মুক্ত করা হবে৷ এ জেলায় আর কোন নাশকতা বরদাশত করা হবে না৷ যারা আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে৷
এ সময় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ফরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনা সহ ১৭ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন৷