বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার : প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার
ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার : প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার
ঢাকা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.) “ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার, আমরা শিশুদেরকে কম্পিউটার প্রোগ্রামার বানাবো৷ এই দেশের প্রতিটি শিশু হাতে তুলে দিবো ট্যাব৷ আর নয় ভারী ওজনের স্কুল ব্যাগ এবার বাচ্চারা পড়াশুনা করবে ট্যাবে ” বৃহসপতিবার ৬ অক্টোবর রাজধানী মিরপুরে সবদার আলী স্কলাস ইনষ্টিটিউ এ ডিজিটাল শিশু শিক্ষা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষণে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এমনটিই বললেন ৷ উন্নত বিশ্বের শিশুরা যখন প্রযুক্তির হাত ধরে শিক্ষা গ্রহণ করছে আমাদের শিশুরা কোন পিছিয়ে থাকবে ৷ যুগের চাহিদার সাথে ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার হয়ে দাঁড়িয়েছে ৷ উদ্বোধনী এই আয়োজনে সভাপতিত্ব করছেন স্কুলটির প্রিন্সিপাল মোসফিকা খানম, তিনি বলেন, তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে বদলে ডিজিটাল শিক্ষায় রুপান্তর করায় বিদ্যালয়ের শিশুরা এখন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করছে এবং এখন শিশুরা বিদ্যালয় থেকে বাসায় ফিরে যেতে চায় না ৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলীফ টিভির ব্যবস্থাপক জামাল উদ্দিন জামান, জি এম মুজিবুর নয়ন, চেয়ারম্যন জি মাট, এ.আর হালদার, এ্যডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোট, লায়ন মো. ইমাম হোসেন নাসিম, ব্যবস্থাপনা পরিচালক , নাসিম গ্রুপ। এসময় উপস্থিত লিছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোবাশ্বের হোসেন, বিজয় ডিজিটালের ব্যবস্থাপক জেসমিন জুঁই, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোটার, শহিদুল ইসলাম রানা, দ্যা ইনডিপেনডেন্ট এর স্পেশাল করর্সপেন্ডেন্ট দীপক আচার্য, দৈনিক ইত্তেফাকের এডুকেশন পেইজের ইনচার্জ চন্দন বর্মন , বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির সাধারন সম্পাদক ইয়াহিয়া খান রিজন, ও যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন হেলাল ৷
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয়৷