বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবিতে সিলেটের সর্বস্তরের জনতা
বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবিতে সিলেটের সর্বস্তরের জনতা
সিলেট জেলা প্রতিনিধি ::(২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) নিষ্ঠুর, অমানুষ, মানুষরুপি পশু বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আন্দোলনরত খাদিজার সহপাঠীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সমাজের সর্বস্তরের জনতা। ৬ আক্টোবর বৃহস্পতিবার সকালে যখন তার সহপাঠীরা প্রতিবাদ মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাতে রাজপথ অতিক্রম করছিলেন তখন পথচারি ব্যবসায়ী রিকশাচালকসহ সবাই হাতনেড়ে বা রাস্তার ধারে দাড়িয়ে মিছিলে অংশ নিয়েছেন। হৃদয়ের সবটুকু ঘৃণা প্রকাশ করেছেন বর্বর বদরুলের প্রতি। মিছিলটি সোয়া ১১টার দিকে যখন জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করছিল তখন মধ্যবয়সী কয়েকজন ছাত্রীদের সাথে গলা মেলাতে মেলাতে হাত নাড়তে নাড়তে বলতে থাকলেন-‘ফাঁসি- ফাঁসি’।
জিন্দাবাজারের রাস্তার পাশের প্রায় সবগুলো দোকানের মালিক-কর্মচারিরা দোকান থেকে বেরিয়ে আসেন। এদের কেউ কেউ হাতনেড়ে আর কেউ কেউ গলা মিলিয়ে ছাত্রীদের সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন। কোর্ট পয়েন্ট অতিক্রমকরার সময় পথচারী মহিলাসহ পথযাত্রী সকলেই হাত নাড়িয়ে বদরুলের ফাঁসির দাবি জানাতে দেখা যায়। এসময় রিকশাওয়ালাও ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে চিৎকার করে উঠে।
এরপর জেলা প্রশাসক দফতরের গেটের ভেতর প্রবেশ করলে সাধারণ জনগনের সাথে সাথে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারিও হাতনেড়ে বা গলা মিলিয়ে কোমলমতি ছাত্রী ও তাদের শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। সেখানে তখন উপস্তিত থাকা সাংবাদিকবৃন্দ, কোমলমতি ছাত্রী ও তাদের শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেন।