বৃহস্পতিবার ● ৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রতারণার দায়ে বান্দরবানে ভূয়া সাংবাদিক আটক
প্রতারণার দায়ে বান্দরবানে ভূয়া সাংবাদিক আটক
বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী উশৈ সিং বীর বাহাদুর এর নাম ভাঙ্গিয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে তিন লক্ষ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় ভূয়া সাংবাদিক রতন দে (৩৩)কে আটক করা হয়েছে৷ ৫ অক্টোবর বুধবার রাতে জেলা শহরের মেম্বারপাড়া থেকে তাকে আটক করা হয়৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেসরকারী টিভি চ্যানেল মাইটিভি’র প্রতিনিধি পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বীর বাহাদুর এবং পার্বত্য জেলা বান্দরবান পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র নাম ভাঙ্গিয়ে সহকারী শিক্ষকের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দার শাহেদুল ইসলামের কাছ থেকে ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়েছেন৷ অনেকবার টাকা ফেরত্ দেয়ার কথা বলেও দেয়নি৷ এ ঘটনায় প্রতারণার শিকার শাহেদুল ইসলাম সদর থানায় একটি মামলা করেছে৷ উক্ত মামলায় পুলিশ অভিযান চালিয়ে ভূয়া সাংবাদিক রতন দে (৩২) তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে৷ এছাড়াও তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য আইন, আওয়ামীলীগের মিছিলে হামলাসহ একাধিক মামলা রয়েছে৷ অভিযোগকারী শাহেদুল ইসলাম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, পার্বত্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার ছবি দেখিয়ে এবং পার্বত্য জেলা বান্দরবান পরিষদ চেয়ারম্যানের বিজিটিং কার্ড দিয়ে সহকারী শিক্ষকের চাকুরী দেয়ার কথা বলে ৩ লক্ষ ২৯ হাজার টাকা নিয়েছে৷ মাইটিভি’র প্রতিনিধি পরিচয়ে আমার কাছ থেকে প্রতারণা করে নগদ এবং বিকাশ একাউন্টে টাকাগুলো গ্রহণ করেছে৷ কিন্তু চাকুরী না হওয়ায় টাকাগুলো ফেরত্ চাইলে সে কয়েক দফায় দেয়ার কথা বলেও দেয়নি৷ বরং মারধর করার হুমকি ধমকি দিচ্ছেন৷
মাইটিভি চট্টগ্রাম অফিসের ব্যারো চীফ হাসান আল মামুন ও রিপোর্টার মোহাম্মদ বাবুল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, বান্দরবান জেলায় মাইটিভি’র কোনো প্রতিনিধি নেই৷ রতন দে নামের কাউকে তারা নিয়োগ দেননি৷ কেউ মাইটিভি’র পরিচয় দিলে আইনশৃঙ্খলা বাহিনী যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন৷
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে বলেন, চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়াটা অন্যায়৷ যারা এ ধরণের অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ পুলিশকে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে৷ এদিকে নাম প্রকাশে অনিশ্চুক কয়েকজন অভিযোগ করে বলেন, মাইটিভি’র সাংবাদিক পরিচয়ে প্রতারক রতন দে বান্দরবান জেলা শহরের কালাঘাটায় পাহাড় কাটা এবং কাঠ চুরির মামলায় ম্যাজিষ্ট্রেট দেখে পুলিশকে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে চাঁদা আদায় করেছে৷ বালাঘাটায় রতনসহ কয়েকজন ভূয়া সাংবাদিককে স্থানীয় ব্যবসায়ীরা আটকে রেখে ছিল৷ নার্সিং ইনষ্টিটিউট কলেজ ভবনের নির্মাণ কাজ থেকেও চাঁদা দাবী করেছি৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার দাশ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বান্দরবান জেলা প্রতিনিধিকে জানান, মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে শিক্ষকের চাকুরী দেয়ার কথা বলে প্রতারণার মামলায় রতনকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সদর থানায় আরো একাধিক মামলা রয়েছে৷