শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাদিজার হামলাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
খাদিজার হামলাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
সিলেট জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.১৭মি.) ৬ অক্টোবর বৃহস্পতিবার খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে মানববন্ধনে সিলেট জেলা ছাত্রদলের দু গ্রুফের মাধ্যে মারামারী ঘটনা ঘটে। এ সময় শহীদ মিনার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং সাধারণ পথযাত্রীকে ছুটাছুটি করতে দেখা যায়।
জানাযায়, বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা উচ্চস্বরে ডাকাডাকি ও একে অন্যের সাথে হাতাহাতি শুরু করে। জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের উপস্থিতিতে নেতাকর্মীরা হাতাহাতি ও মারামারি করে। তখন আইনশৃঙ্খলা বাহিনি ও দলের সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রায় ঘন্টাখানিক সময় পর্যন্ত জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্টে যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণের। এব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাইনের সারিবদ্ধতা নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু কোন ধরণের অপ্রীতিকার ঘটনা ঘটে নি।
এ ঘটনার ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।