শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আওয়ামী লীগ দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে : মির্জা ফখরুল
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.২৭মি.) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে ১/১১ এর সরকার যেটা চেয়েছিল, বাংলাদেশকে বিরাজনীতিকরণ, রাজনীতিকে দূরে সরিয়ে দেয়া, বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার সেই কাজটির দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ সরকার৷ তারা এখন বাংলাদেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে৷
৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের লক্ষ্য একটাই, বাংলাদেশে তারা শুধু আওয়ামী লীগের শাসন প্রতিষ্ঠা করবে৷ আর অন্য কোনো দল, অন্য কোনো মত এখানে থাকবে না৷ বাংলাদেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে৷ এই স্বপ্ন তারা দেখেছিল ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে৷ আর এবার গণতন্ত্রের মুখোশ পরে, একটা আবরণ দিয়ে ঠিক একই কায়দায় শাসন করছে৷
মির্জা ফখরুল আরো বলেন, আজকে রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেয়া হয় না৷ রাজনৈতিক নেতাদের সভা-সমাবেশ করতে দেয়া হয় না৷ গাজীপুরে আমরা সমাবেশ করতে পারিনি৷ সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার৷
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টার ওপর মামলা হয়েছে৷ তার দুটি বিচারে গেছে৷ তারেক রহমানের বিরুদ্ধে ৭০টির ওপর মামলা হয়েছে৷ নেত্রী, তারেক রহমানসহ স্থায়ী কমিটি, কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্য থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷
গত দুই বছরে ৭৮ হাজারের বেশি কর্মী জেলে গেছেন, এক হাজারের বেশি নেতাকর্মীকে গুলি করে পুলিশ হত্যা করেছে৷ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ প্রায় ৫০০ ওপর নেতাকর্মীকে গুম করা হয়েছে৷ তাদের আর খুঁজে পাওয়া যায়নি৷ প্রায় সাড়ে ৫ লাখের ওপরে মামলা, সাড়ে সাত লাখের ওপর আসামি৷
হান্নান শাহর স্মৃতিচারণ করে তিনি বলেন, হান্নান শাহ পেশাগত জীবনে সৈনিক ছিলেন৷ সেখান থেকে তাকে সরিয়ে দেয়ার পর তিনি কিন্তু সংগ্রাম শেষ করেননি৷ তিনি বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার সঙ্গে হাত হাত মিলিয়ে সেই যুদ্ধে নেমে ছিলেন৷ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন৷
হান্নান শাহ এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন, যখন বাংলাদেশ একটা কঠিন দুঃসময় কাটাচ্ছে৷ যখন মানুষ স্বৈরাচারের যাঁতাকলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে৷ প্রতিদিন গণতন্ত্রকামী অসংখ্য কর্মী গ্রেফতার হচ্ছেন৷ মিথ্যা মামলা হচ্ছে৷ খুন হচ্ছে, গুম হচ্ছে৷ বাংলাদেশ একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে৷ একটা কারাগারে পরিণত হয়েছে৷
গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় জেলা বিএনপি আয়োজিত শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, শাহ রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবীর খান, মেয়র মুজিবুর রহমান ও ডা. মাজহারুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ৷৷