শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাদিজার ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
খাদিজার ওপর হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৪মি.) কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে কুপিয়ে নির্মমভাবে আহত করার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে৷ ৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রাজা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আবদুল আহাদ, মামুনুর রশিদ মামুন, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার নাঈম আহমদ, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মুমিন, মানবকন্ঠ সেতুবন্ধনের সদস্য আবদুস সালাম মুন্না, এমসি কলেজ ছাত্র এসপি সেবু৷
এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা মীর খোকন, সাংবাদিক আখতার আহমদ সাহেদ, মানবকন্ঠ সেতু বন্ধনের আহবায়ক শেখ ফজর রহমান, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক এমরান আহমদ,সংগঠক আবদুর রম্নপ, শাহজাহান প্রমুখ৷
মানববন্ধনে বক্তারা বলেন-প্রকাশ্যে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস’কে নির্মমভাবে কুপিয়ে আহতকারী কাপুরুষোচিত বদরুল’র দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে৷ এই নরপশুর বিচার দ্রুত কার্যকর করে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়া হলে আর কোনো ব্যক্তি এধরণের বর্বরোচিত কর্মকান্ড করার সাহস পাবেনা৷