শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বদরুল নয়, মানবতার প্রতীক ইমরান ছাত্রলীগ কর্মী
বদরুল নয়, মানবতার প্রতীক ইমরান ছাত্রলীগ কর্মী
সিলেট জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪১মি.) গত সোমবার খাদিজা বেগমকে চাপাতি দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে গুরুতর আহত করেছিলো যে বদরুল তার রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও নিজেদের লোক মানতে নারাজ ছাত্রলীগ। পক্ষান্তরে ইমরান নামের যে তরুণ খাদিজাকে বাচানোর চেষ্টা করে মানবতার প্রতীক হয়ে উঠেছেন তাকে নিজেদের লোক বলে প্রচার করতে ব্যস্ত রয়েছে সংগঠনটি। শুধু তাই নয় ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগতো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বদরুলকে ছাত্র শিবিরের কর্মী বানিয়ে দিয়েছে। এ নিয়ে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে কি দরকার ছিলো ছাত্রলীগের এমন নির্লজ্জ প্রচারণার। ইমরান কবিরকে এখন সারাদেশের মানুষ চিনে নিয়েছে। জেনেছেন মানবতার এক প্রতিমূর্তি হিসেবে। বদরুল নামের ঐ বর্বর যখন এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজকে কুপাচ্ছিলো তখন এগিয়ে আসেনি কেউ। প্রথমে এগিয়ে এসেছিলেন ইমরান। এরপর খাদিজাকে তিনি হাসপাতালে নিয়ে যান। নিজেই প্রথম রক্ত দেন খাদিজাকে। এমন কর্মকাণ্ডের কারণে দেশজুড়েই প্রশংসিত হচ্ছেন তিনি। যেহেতু ভালো কাজের প্রশংসা পাচ্ছেন ইমরান, তাই নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগ সেই ক্রেডিট নিতে চাচ্ছে। অপরদিকে বদরুলের ন্যক্ক্যার জনক কর্মকাণ্ডের দায় এড়িয়ে যেতে চাচ্ছে ছাত্রলীগ।
এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেত্রী অপু উকিল এক টিভি টক শো’তে ইমরানকে ছাত্রলীগ দাবি করেন। যে ইমরানকে ছাত্রলীগ নিজেদের কর্মী বলে দাবী করছে। সেই ইমরান অবশ্য গণমাধ্যম সহ সমাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বলেছেন, তিনি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন। অতীতেও ছিলেন না। তিনি সাধারণ একজন ছাত্র। ইমরান সকলকে এ ধরণের অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন। ইমরান সিলেট সরকারি কলেজ থেকে এবার এইচ এস সি পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’ ইমরান জানান, সোমবার খাদিজাকে উদ্ধারের সময় শিহাব নামে এক ছাত্রলীগ কর্মী তাকে সহযোগীতা করেছেন। আর এ ঘটনায় পুরো ছাত্র রাজনীতিকে দায়ী করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।