শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনা চিনিমিলে আখচাষীদের সমাবেশ
পাবনা চিনিমিলে আখচাষীদের সমাবেশ
ঈশ্বরদী প্রতিনিধি :: ৭ অক্টোবর শুক্রবার বিকালে পাবনা চিনিমিলে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়৷
পাবনা চিনি মিলের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়৷
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একে এম ,দেলোয়ার হোসেন এফসি এমএ৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সিডিআর মোহাম্মদ হাবিবুর রহমান বিএসএফ আইসি, বিএসএফআইসির সচিব প্রকৌশলী মাহবুর রহমান৷ বাংলাদেশ চিনি কল আখ চাষী ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,কৃষি জিএমসাইদুর রহমান,কৃষক নজরুল ইসলাম ও সেলিম বিশ্বাসসহ ৮ কৃষক৷
প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একে এম ,দেলোয়ার হোসেন এফসি এমএ বলেন,পাবনা চিনিমিল আগামিতে লাভজনক চিনি মিলে পরিণত হবে৷সার,পুর্জি,আখ কেনাবেচা,টিএসপি সারসহ নানাবিদ সমস্যা ছিল পাবনা চিনি মিলে৷ আগামিতে এসব সমস্যার সমাধান করা হবে৷ তিনি বলেন,মিলকে টিকিয়ে রাখতে এবং লাভ করতে ও আখের চাষ বৃদ্ধি করতে কৃষকদের পরামর্শের বিকল্প নেই৷একইসাথে দেশের স্বার্থে কৃষকদেরও আন্তরিকতার সাথে আখচাষ বৃদ্ধির মাধ্যমে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে৷
কৃষকদের পক্ষ থেকে আখের মূল্য মনপ্রতি ২’শ টাকা দাবি করে বলা হয়,সরকারী কর্মকর্তা কর্মচারিদের বেতন বাড়লেও আখের দাম বাড়ানো হয়নি৷সরকার কৃষকদের ব্যবহার করছে৷ এর আগে চেয়ারম্যান মিলের কর্মকর্তাদের সাথে বৈঠক ডিগ্রী পাড়ার একটি প্রদর্শণী প্লট পরিদর্শন করেন৷