শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অভিযানে ২ জঙ্গি নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
গাজীপুরে অভিযানে ২ জঙ্গি নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৩৯মি.) গাজীপুর সদরের হাড়িনাল এলাকার একটি বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হয়েছেন৷ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব৷ তবে নিহত জঙ্গির নাম পরিচয় জানা যায়নি৷
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন৷
৮ অক্টোবর শনিবার ভোর থেকে সিটি কর্পোরেশনের হারিনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকায় আতাউর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে ঢাকার উত্তরার র্যাব-১ ও ডিবি পুলিশ৷
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নিউ জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযানে যায়৷
র্যব-১-এর উপ-অধিনায়ক কাজী মো. সোয়াইব বলেন, হারিনাল পশ্চিমপাড়া লেবুবাগান এলাকার আতাউর রহমানের একতলা বাড়িতে র্যাব ও পুলিশ অভিযান শুরুর পর দুজনকে আটক করে৷ তবে তিনি কারও নাম প্রকাশ করেননি৷
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন৷
মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে৷ তাদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে৷ এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে৷
আতাউর রহমান ঢাকায় থাকেন৷ বাড়িটি ভাড়া দেওয়া৷ তবে কাদের কাছে ভাড়া দেওয়া এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান রেজা এই তথ্য নিশ্চিত করেন৷
খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র্যাবের একটি দল ৮ অক্টোবর শনিবার ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়৷
এদিকে শনিবার সকাল থেকে হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷
এরপর বেলা ১১টার দিকে খবর পাওয়া যায়, হারিনাল থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাও পাতারটেক এলাকার ওসমান প্রফেসরের বাড়িতেও অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন৷