শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা
সিরাজগঞ্জে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫৯মি.) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মনিরুল ইসলাম ওরফে কালা মনি (৩২) নামে এক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ ৭ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক বয়ড়ায় এ ঘটনা ঘটে৷ এ সময় তার ভাতিজা রাসেলকেও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা৷ নিহত ইউপি সদস্য মনিরম্নল ইসলাম ওরফে কালামনি বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির বয়ড়া মাসুম গ্রামের হাজী আজিজুলের ছেলে ও রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক৷
সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান জানান, রাত ১০টার দিকে রান্ধুনী বাড়ী থেকে ভাতিজাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বয়ড়া মাসুম নিজ বাড়ীতে ফিরছিল ইউপি সদস্য মনিরুল ইসলাম৷ পথিমধ্যে চকবয়ড়া এলাকায় পৌছলে অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে গুলি চালায়৷ এ সময় অন্ধকারের মধ্যে দুজন দুদিকে দৌড় দেয়৷ এরপর সন্ত্রাসীরা ইউপি সদস্যদের পিছু নিয়ে প্রায় কোয়াটার কিলোমিটার দুরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে৷ ইউপি সদস্য মনিরুলকে একাধিকবার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে৷ সংবাদ পেয়ে রাতে ঘটনাস্থলে পৌছে ভোরের দিকে লাশ উদ্ধার করা হয়৷ অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় তার ভাতিজা রাসেল গুরুত্বর আহত হয়৷ তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার শরীরের দুটি গুলির চিহ্ন রয়েছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিত্সক ডা. ফয়সাল জানিয়েছেন৷ তবে কি কারণে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ কর্মকর্তারা৷