শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে মিড ডে মিলের উদ্বোধন
ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে মিড ডে মিলের উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ অক্টোবর শনিবার সকালে মিড-ডে মিলের উদ্বোধন করা হয়েছে৷ ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরনের আয়োজন করেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু৷
এতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু,ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ৷
মিড-ডে মিল চালুকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত্৷ এই শিশুরাই একদিন দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে৷ শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ও স্কুল থেকে ঝড়েপড়া রোধে মিড-ডে মিল চালু করা হলো৷