শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গোত্সব উপলক্ষে বিলাইছড়িতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
দুর্গোত্সব উপলক্ষে বিলাইছড়িতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
বিলাইছড়ি প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উত্সব শারদীয়া দুর্গোত্সব উপলক্ষে রাঙামাটি দূর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ও সদর ইউনিয়নে দুস্থ ও অসহায় নারী পুরুষের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বস্ত্র বিতরণ করা হয়৷
শনিবার ৯অক্টোবর সকালে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া৷ বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক হাজী মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ তংচঙ্গ্যা, সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি ১৩১ বল্লালছড়া মৌজার হেডম্যান তরুন কান্তি তঞ্চঙ্গ্যাসহ ধর্মীয়-সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
বিতরণকালে বক্তরা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার৷ বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷ সব ধর্মের মানুষই এদেশে স্বাধীনভাবে মিলেমিশে বসবাস করছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধ পরিকর৷ একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই মুসলমানদের পাশাপাশি এ দেশের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মের লোকজন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে উদযাপন করতে পারে৷
বক্তারা বলেন, দেশে জঙ্গি মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে৷ সরকারের পাশাপাশি সমাজের সকল স্থরের মানুষদের এগিয়ে আসতে হবে৷ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রযাত্রা অক্ষুন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে৷