শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সাংবাদিকদের প্রশিক্ষণ অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
সাংবাদিকদের প্রশিক্ষণ অপরিহার্য : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, পেশাগত পরিশুদ্ধতার জন্য সাংবাদিকদের প্রশিক্ষণ অপরিহার্য।
সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে সহায়ক হিসেবে কাজ করছে। ইতিবাচক ও নান্দনিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন ও নৈতিকতা প্রসারিত হয়। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আবশ্যক।
৮ অক্টোবর গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্লাবের সভাপতি মো. রোমান শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ফরিদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এইচ.এম শওকত হোসেন, দৈনিক মুক্ত বলাকা সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, ক্লাবের উপদেষ্টা এড. আতাউর রহমান আকাশ ও এড. মোঃ লাবিব উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন ও সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মো. মনিরুজ্জামান প্রমুখ।
প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ আবু হানিফ খান।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি লায়ন মো. গনি মিয়া বাবুল।