রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন
খাগড়াছড়িতে স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি ::(২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪৩মি.) খাগড়াছড়ি পৌর এলাকার কুমিল্লাটিলা গ্রামে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান কে, আই, হাই স্কুল কে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৯ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে কে, আই, হাই স্কুল রক্ষা কমিটির উদ্যেগে জেলা শহরের শাপলা চত্বর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কে, আই, হাই স্কুল রক্ষা কমিটির আহবায়ক মো. মানিক পাটওয়ারী, যুগ্ন আহবায়ক মো. আবু সাইদ , বীর মুক্তিযোদ্ধা মো. রজব আলী, পৌর কাউন্সিলর মো. আব্দুল মজিদ, অভিবাবক আব্দুল লতিব, স্কুল শিক্ষার্থী নাসরিন আক্তার, সুচিং মারমা প্রমূখ।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে শিক্ষা মন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করে।
উল্লেখ, কে, আই , হাই স্কুলটি ২ ০০৮ সালে জেলা প্রশাসক তত্ববধানে প্রতিষ্ঠিত হয়। গত ১৬ জানুয়ারী হইতে চলতি মাস পর্যন্ত শিক্ষক ও কর্মচারীগনের বেতন বন্ধ থাকায় ঈদুল আজহার ছুটির পর হইতে বিদ্যালয়ে না আসার পরিপেক্ষীতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে অচল অবস্থা সৃষ্টি হয়। জে এস সি ও এস এস সি পরিক্ষার্থীসহ প্রায় দুই শত জন শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির সম্মুক্ষীন আছে।