রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কোন্দালের জের ধরে ২ শতাধিক কলাগাছ কেটে সাবাড়
কোন্দালের জের ধরে ২ শতাধিক কলাগাছ কেটে সাবাড়
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.) ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে সামাজিক কোন্দালের জের ধরে কৃষক আবু তালেব হোসেন মিন্টুরুদ্দিন ২ শতাধিক পরিপক্ক কলার কাঁদি কেটে দিয়েছে প্রতিপক্ষরা৷
৯ অক্টোবর রবিবার ভোররাতে উয়দপুর গ্রামের মাঠে ২২ কাঠা জমির কলা গাছে বেশির ভাগ কাঁদি কেটে দেওয়া হয়৷ কৃষক মিন্টু জানান, নিজের ২২ কাঠা জমিতে টাকা ধার করে কলার চাষ করেন তিনি৷
শুক্রবার স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১’শ কাঁদি কলা বিক্রি করেন৷ রবিবার সবগুলো কাঁদি কাটার কথা ছিল৷ কিন্তু দুবৃত্তরা রবিবার ভোররাতে সব কাঁদি কেটে দিয়েছে৷ এতে তার অনেক টাকা ক্ষতি হয়েছে৷ এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন৷
স্থানীয় কৃষক সোবাহান মন্ডল বলেন, মানুষের সাথে শত্রুতায় এ ভাবে গলাগাছ কাটা ঠিক নয়৷ একই গ্রামের আরেক কৃষক রহিম বিশ্বাস বলেন, সারা বছর কষ্ট সেই ফসল ঘরে তোলার সময় একটা ক্ষেত নষ্ট করা কষ্টের ব্যাপার৷