রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩২মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমাকে জড়িয়ে অপপ্রচারের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল৷
১০ সেপ্টেম্বর শনিবার টঙ্গীতে আগুন লেগে পুড়ে যাওয়া টাম্পাকো ফয়েলস লিমিটেডের মালামাল চুরি নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলাকে কেন্দ্র করে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ায় অপপ্রচার মূলক সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে ওই মামলায় অহেতুক মেয়রকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় ভিত্তিহীন ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে ৯ অক্টোবর রবিবার সকাল ১১টায় গাজীপুর সিটির টঙ্গী অঞ্চলের সম্মেলন কক্ষে এক জর্ণাকীর্ণ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়৷
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন কয়েকটি দৈনিকে, টিভি চ্যানেল, অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তার লিখিত বক্তব্য পাঠ করে৷
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটির ৫টি আঞ্চলিক জোনের নির্বাহী কর্মকর্তা, সচিব, সিটি কাউন্সিলরবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সিটি কর্পোরেশনের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ৷
এ সময় সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে জড়িয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে যে অপপ্রচারগুলো সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন, অগি্নকান্ডে ক্ষতিগ্রস্থ ট্যাম্পাকো কারখানার উর্দ্ধতন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান৷
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন তার লিখিত বক্তব্যে বলেন, টঙ্গীর সামপ্রতিক অগি্নকান্ডের ঘটনায় টাম্পাকো কারখানার ধ্বংসস্তুপ থেকে যেসব মালামাল সরানো হয়েছে তা রাখার স্থান নির্ধারণ করে সিটি কর্পোরেশন, জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী৷
এ বিষয়ে গত ১৩ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম রাহাতুল ইসলামের সই করা একটি আদেশও জারি করা হয়৷ যার স্মারক নং- জিসিসি/ জোন ১/প্রশা:/সাধা:/২০১৬/১১৩৪৷ এ আদেশ অনুযায়ী তিনটি নির্ধারিত স্থান হচ্ছে- টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠে সংলগ্ন আমেনা নিট ফেব্রিঙ্ (ওয়ার্ড নং-৪৩), শিলমুন নিমতলী (ওয়ার্ড নং-৪৭) এবং টঙ্গী আমতলী (ওয়ার্ড নং-৪৬)৷ বিষয়টি সংশিস্নষ্ট ওয়ার্ডের কাউন্সিলদের চিঠি দিয়ে জানানো হয়েছে৷ দাপ্তারিক আদেশে জানানো হয়েছে, টাম্পাকো ফয়েলসের ব্যবস্থাপনা পরিচালককেও৷ পরে সেনা তত্ত্বাবধানেই নির্ধারিত স্থানে মালামাল নিয়ে রাখা হয়৷ অথচ কয়েকটি পত্রিকায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যে প্রণোদিত প্রকাশিত সংবাদে বলা হয়েছে, একটি কারখানার সীমানার ভেতর থেকে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে৷ জড়ানো হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর হাজীকে৷ যা পুরোপুরি ভিত্তিহীন ও বানোয়াট কাহিনী বলে দাবি করেন গাজীপুর সিটি কর্পোরেশন৷
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ তার লিখিত বক্তব্যে আরো বলেন, ‘দুটো পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হচ্ছে টাম্পাকোর মালামাল চুরি হয়েছে৷ আর তা নাকি জব্দ করা হয়েছে আমেনা নিট ফেব্রিঙ্রে সীমানা থেকে৷ অথচ আমেনা নিট ফেব্রিঙ্ও একটি নির্ধারিত ডাম্পিং পয়েন্ট৷ যা সবার সম্মিলিত সিদ্ধানত্ম ঠিক করা হয়েছে৷’
সবকিছু দাপ্তরিক আদেশে করা হয়েছে দাবী করে মেয়র আরো বলেন, ‘জেলা পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, টাম্পাকো কতর্ৃপক্ষ সবাইকে বিষয়টি দাপ্তারিকভাবে জানিয়েই ওই নির্ধারিত ৩টি স্থানে টাম্পাকোর ধ্বসংস্তুপের মালামাল অপসারণ করে রাখা হয়েছে৷ আমার সুনাম নষ্ট এবং মানহানির জন্যই একটি চক্র এসব অপতত্পরতা চালাচ্ছে বলে মেয়র তার লিখিত বক্তব্যে দাবী করেন৷
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেয়ার পর গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে৷ সরকারবিরোধী একটি চক্র প্রতিহিংসার বশে উন্নয়ন ঠেকাতে মেয়রকে বিতর্কিত করে সিটি কর্পোরেশনের টেকসই উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতেই অপচেষ্টা চালাচ্ছে বলে তারা দাবী করেন৷
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তেব্য আরো বলেন, টঙ্গীর ট্যাম্পকো ফয়েলস লিঃ অগি্নকান্ডের পর ধ্বংসস্তুপের বিভিন্ন মালামাল ৩টি নির্ধারিত অস্থায়ী ডাম্পিং পয়েন্টেই রাখা হয়েছে৷ ট্যাম্পকোর ধ্বংসস্তুপের মালামাল নির্ধারিত ডাম্পিং পয়েন্টে রাখার বিষয় নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনকে জড়িয়ে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন তার বিরম্নদ্ধে কয়েকটি পত্রিকায় যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন৷ তিনি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷
সংবাদ সম্মেলন আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. রাহাতুল ইসলাম (যুগ্ম-সচিব), এ সংবাদ সম্মেলনে ট্যাম্পকোর প্রোডাকশন অফিসার মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের বিরম্নদ্ধে যে অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট৷ সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণও উপস্থিত ছিলেন৷