রবিবার ● ৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়াতে বাঙালি হত্যা প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র পরিষদ
বেতবুনিয়াতে বাঙালি হত্যা প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি :: কাউখালী উপজেলার বেতবুনিয়ায় উপজাতীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে ফজল হক (৬০) কে নির্মমভাবে হত্যা করেছে। ৮অক্টোবর শনিবার বিকেলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পাবর্ত্য বাঙালি ছাত্রপরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি, মো. আলমগীর হোসেন, এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, পাবর্ত্যাঞ্চলে উপজাতি সন্তাসীরা প্রতিনিয়ত নিরিহ বাঙালিদের হত্যা, গুম, অপহরণ, ধর্ষণ,চাঁদাবাজি সহ বিভিন্ন সন্তাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যার একটির ও সুষ্ঠ বিচার না হওয়ার কারনে অপরাধ দিনদিন বেরে যাচ্ছে, বিশেষ করে পাবর্ত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন -২০১৬ জাতীয় সংসদে পাশ হওয়ার পর অপরাধের মাত্রা আরো বেরে গেছে। তারই ধারাবাহিতায় গত ৮ অক্টোবর কাউখালী উপজেলার বেতবুনিয়াতে এক বাঙালিকে নির্মমভাবে হত্যা করে উপজাতীয় সন্তাসীরা।
পাবর্ত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা এসব ঘটনার সাথে জড়িদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছে। তার সাথে সাথে পাবর্ত্য আইনের আড়ালে যাতে সন্তাসীরা পাড় পেয়ে না যায় তার সে জন্য প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় পাবর্ত্য বাঙালি ছাত্রপরিষদ দুর্বার আন্দোলনের মাধ্যমে সকল অপকর্মের সমুচিত জবাব দেয়া হবে বলে হুসিয়ারি দেন।