সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইয়াবা ব্যবসায়ি নিজাম জনতার হাতে অাটক
ইয়াবা ব্যবসায়ি নিজাম জনতার হাতে অাটক
রাউজান প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.০৭মি.) রাউজান ঊনসত্তর পাড়া গৌরিশংকর হাট বাজারে নিজাম উদ্দিন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৯ অক্টাবর রবিবার রাত ১০টার দিকে স্থানীয় জনতা অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজাম (২৫)কে আটক করে। নিজামের বাড়ি পাহাড়তলী খান পাড়া, সে আবদুল মালেক এর ছেলে। বেশ কিছু দিন ধরে গোপনে নিজাম ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।
জানাযায়, তার নিজ বাড়ি খান পাড়াতে এই ব্যবসায় করে স্থানীয় জনগনের হাতেও ধরা-পড়ে ছিল, তাকে মারধর করে এলাকা ছাড়া করা হয়ে ছিল।
পরে ঊনসত্তর পাড়া এসে বাসা বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করে, নিজাম কিন্তু এর পরেও ইয়াবা ব্যবসায় করে যাচ্ছিলো, এলাকার ছেলেদের নষ্ট করার মুলহোতা। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগন দফায় দফায় অভিযান চালিয়ে রবিবার রাত ১০টার দিকে অাটক করে ।
এসময় উপস্থিত পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দীন, চেয়ারম্যান বলেন, আমি বেশ কিছু দিন যাবত মাদক ইয়াবা বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরি নেতৃত্বে এই রাউজানে আমরা পাহাড়তলীকে মাদকমুক্ত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছি। ইয়াবা সেবক ও ইয়াবা বিক্রেতা বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরে নিজামকে রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ি এআই আমির হোসেন এর কাছে সোপর্দ করে জনতা।