সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মন্ডপে সাদা পোষাকে সেনাবাহিনী
আলীকদমে মন্ডপে সাদা পোষাকে সেনাবাহিনী
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::(২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) বান্দরবানের আলীকদম কেন্দ্রীয় হরি মান্দির পূজামন্ডপ পরিদর্শন করেছেন আলীকদম সেনা জোনের এ্যাডজুট্যান্ট লেঃ রেজোয়ানুল হক৷ ১০ অক্টোবর সন্ধ্যা সাতটায় তিনি আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন৷
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুকুমার পাল, দূর্গা উত্সব পরিচালনা কমিটির সদস্য সচিব সন্তোশ দাশ, বিশিষ্ঠ শিক্ষাবিধ গিরিজা সংকর চক্রবর্তী ও সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ৷
পরিদর্শনকালে তিনি মন্ডপ এলাকার আইন-শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন এবং ভক্ত ও পূজার্থীদের সাথে মত বিনিময় করেন৷ পরে তিনি পূজার্থীদের মাঝে ফল-ফলাদি বিতরণ করেন৷
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আলীকদম উপজেলা তিনটি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ প্রতিটি মন্ডপেই সাদা পোষাকে সেনাবাহিনীর লোক রয়েছে৷ কোন প্রকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই৷ তিনি আরো বলেন আলীকদম সেনা জোনে আওতাধীন লামা উপজেলায়ও সেনা জোনের লোক রয়েছে৷ তিনি হিন্দু ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা নিবেদন করেন৷