সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চাটমোহরে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চাটমোহর প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) পাবনার চাটমোহরে দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে ৷ ১০ অক্টোবর সোমবার উপজেলা চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও এফপিবি পাবনা জেলা শাখার আয়োজনে ৪০ জন দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়৷এফপিবি পাবনা জেলা শাখার সভাপতি প্রফেসর কাজী আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা৷
বিশেষ অতিথির বক্তব্য দেন,পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল৷
এ সময় এফপিবি’র পাবনা জেলা কর্মকর্তা মো. আছাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, ব্যবসায়ী সমিতির সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জুয়েল মির্জা, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন৷