সোমবার ● ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গোত্সব উপলক্ষে জুরাছড়িতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
দুর্গোত্সব উপলক্ষে জুরাছড়িতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
জুরাইছড়ি প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) সমাজ তথা দেশের সকল জাতির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে সবাইকে ধর্মীয় অনুশাসন মানতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া৷ তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ৷ ঈদ, বিজু, নববর্ষ, পুজাসহ সকল ধর্মের উত্সবে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে থাকে৷ তিনি সম্প্রীতির মাধ্যমে সকল ধর্মের উত্সবে দরিদ্র মানুষদের পাশে দাড়াঁতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান জানান৷
রাঙামাটির দূর্গম জুরাছড়ি উপজেলায় সোমবার ১০অক্টোবর সকালে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোত্সব পুজোর মহানবমীর দিন দূর্গা পুজোর মন্ডপ প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক গরীব-দুঃস্থদের মাঝে বস্ত্র ও পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি শ্যামল মিত্র, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবর্তক চাকমা, সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি দূর্গাপুজা উদযাপন কমিটির সহ-সভাপতি মদন মোহন নাথ ও সাধারণ সম্পাদক তপন কান্তি দে’সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী৷ এদেশে সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে আসছে৷ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব৷ এ দেশের জনগণ নির্বিঘ্নে যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার৷ তিনি বলেন ধর্ম একটি পবিত্র জিনিস৷ পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবেনা৷ হিন্দু মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে রাষ্ট্রের সামনে সব নাগরিকই সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন৷ উত্সবে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের উত্সবে আসে৷ এটিই সাম্প্রদায়িক সম্প্রীতির বহিপ্রকাশ৷ পবিত্র ধর্মকে কেহ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না৷
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে আমাদেরকে দেশ জাতির কল্যাণে কাজ করতে হবে৷ সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান৷
পরে বরকল উপজেলার সুবলং বাজারের হরি মন্দিরের দূর্গাপুজো মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান৷