মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জঙ্গিরা অশুরের মতোই, এদের প্রতিহত করতে হবে: প্রতিমন্ত্রী চুমকি
জঙ্গিরা অশুরের মতোই, এদের প্রতিহত করতে হবে: প্রতিমন্ত্রী চুমকি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৯মি.) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, অশুর হচ্ছে অন্যায়ের প্রতীক৷ তাদের প্রতিহত করতে হবে৷ যে জঙ্গি ধর্মের নামে নানা ধরনের অপব্যাখ্যা দেয় তারা অশুরের মতোই৷ আর তাই এই অন্যায়ের প্রতীক অশুরদের প্রতিহত করে যা সুন্দর ও স্বাভাবিক তার পূজা করতে হবে৷
১০ অক্টোবর সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জে মুনসুরপুর মনসাতলা পূজা মণ্ডপে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মন্দির পরিচালনা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
তিনি আরো বলেন, প্রতিটি পূজা মণ্ডপে আনন্দ দেখে মনে হচ্ছে এই আনন্দ শুধু হিন্দু সমপ্রদায়ের নয়৷ এ আনন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের৷ সব কিছুর ঊধের্্ব মানব ধর্ম৷ মানুষের উপরে বড় কিছু নাই৷ এটাই মনে রাখতে হবে৷
এ সময় প্রতিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, মা দুর্গা একজন নারীর প্রতীক৷ আর এই নারীর প্রতীক দুর্গাকে পূজা করা হয়৷ দুর্গাকে পূজা করবেন আর ঘরের মা-বোনদেন নির্যাতন করবেন এটা ঠিক না৷
মুনসুরপুর মনসাতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ কুমার নাগ নন্দর সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন দেওয়ান৷
শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন খন্দকার, সদস্য মোঃ মাজেদুল ইসলাম সেলিম, শরীফ হাসান খান ববি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফউজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷