বুধবার ● ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ভূমি মন্ত্রীর বাসভবনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা
ভূমি মন্ত্রীর বাসভবনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) ঈশ্বরদী শেরশাহ রোডে ভূমি মন্ত্রীর বাসভবনের আঙ্গিনায় ১২ অক্টোবর সোমবার সকালে মহান আশুরা দিবস উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা৷এসময় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ প্রায় দু’ঘন্টাকাল ব্যাপি লাঠিখেলা অনুষ্ঠিত হয়৷ পাঁচটি দল খেলায় অংশ নেয়৷ প্রত্যেক দলের খেলোয়াররা নিজনিজ অবস্থানে থেকে তাদের পারদর্শিতা প্রদর্শণ করেন৷ ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে লাঠিখেলা উপভোগ করে মুগ্ধ হন৷ একই সাথে উপস্থিত অন্যান্যরাও আনন্দ উপভোগ করেন৷ খেলা দেখে মুগ্ধ হয়ে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেন৷ এসময় তিনি বলেন, লাঠিখেলা বাঙালি সাংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ৷ এ খেলার চর্চা অব্যাহত রাখতে হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার ভাষায় বলেছেন, ধর্মের নামে যারা ধর্মবিরোধী কাজ করে তাদের প্রশ্রয় দেওয়া হবে না৷ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে তাদের দমন করা হবে৷ জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক ঐক্য গড়ে তুলতে হবে৷তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন৷ বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি সন্ত্রাসীদের ঠাই হবে না- যতই হুমকি ধামকি দেওয়া হোক না কেন যুদ্ধাপরাধীদের বিচার চলবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে৷ তিনি হিংসা-বিদ্বেষ ও জঙ্গিমুক্ত প্রেমময় সমাজ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান৷