বুধবার ● ১২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ফেনিতে কারাতে প্রশিক্ষণ শুরু
ফেনিতে কারাতে প্রশিক্ষণ শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী চলছে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান অনুর্ধ্ব-১৪-১৬ বালক-বালিকা কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম-২০১৬৷ এরই ধারাবাহিকতায় ১২অক্টোবর বুধবার থেকে ফেনি জেলাতে শুরু হয়েছে ১০দিনব্যাপী অনূর্ধ্ব-১৪-১৬ বালক ও বালিকা কারাতে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম৷
সকালে ফেনি জেলা ক্রীড়া সংস্থার জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার৷ এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি ইছানুর রহমান এহসান, আওলাদ হোসেন ও উজ্জল মিয়া৷
বাছাই কার্যক্রমে জেলার বিভিন্ন স্থান থেকে ১১৫জন ছেলে ও মেয়ে অংশ গ্রহন করে৷ এদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য ১০জন করে মোট ২০জনকে বাছাই করা হয়৷ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় কারাতে কোচ বি এম আশরাফুল ইসলাম৷ সহকারী কোচ হিসেবে আছেন মো: মামুন৷