বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবির হাতে সেনা সদস্য লাঞ্ছিত
গাজীপুরে ডিবির হাতে সেনা সদস্য লাঞ্ছিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের হাতে এক সেনা সদস্য লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ওই সেনা সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে৷
ডিবি পুলিশের হাতে লাঞ্ছিত ওই সেনা সদস্য মোঃ আব্দুর রউফ জানান, তিনি রাজশাহী সেনানিবাসে নন কমিশন্ড অফিসার (এনসিও) কর্পোরাল পদে কর্মরত৷ তিনি গত ৪ অক্টোবর মঙ্গলবার এক মাসের ছুটিতে বেড়াইদের চালার নিজ বাসায় এসেছেন৷
দুপুরে ছেলেকে বাথরম্নমে গোসল করাচ্ছিলেন৷ এসময় সাদা পোশাকে ডিবি পুলিশের কয়েকজন সদস্য কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং সোজা বাথরম্নমে চলে আসে৷
লাঞ্ছিত ওই সেনা সদস্য জানান, ডিবির সদস্যরা তার কাছে জানতে চান তিনি স্বাধীন কিনা৷ তিনি স্বাধীন নন এবং তিনি একজন সেনা সদস্য পরিচয় দেয়া সত্ত্বেও ডিবি পুলিশের ওই সদস্যরা তাকে জেরা করতে থাকেন৷ পরে বাইরে বেরিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে আমাকে সজোরে চরথাপ্পড় মারতে থাকেন৷
তিনি আরো জানান, সেনা সদস্য পরিচয় দেওয়া সত্ত্বেও ওই ডিবি সদস্যরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ এসময় তারা বলতে থাকেন ‘তোকে এখনি হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাব৷ কিছুই করতে পারবি না৷’
সেনা সদস্য আব্দুর রউফ জানান, বিষয়টি আমাদের বাহিনীর ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি৷ এখন যা করার উনারাই করবেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা সদস্য জানান, বিষয়টি আমরা তদনত্ম করে দেখছি৷ এখনই কিছু বলা যাবেনা৷ ঘটনা সত্যি হলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব৷
সাংবাদিকরা বিষয়টি জানতে পেরে ওই ডিবি পুলিশের টিমে থাকা উপ-পরিদর্শক (এসআই) আলমগীরের কাছে বিষয়টি জানতে চাইলে ‘ভুল বুঝাবুঝি হয়েছে’ বলে ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি চলে যান বলে জানা গেছে৷
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, স্বাধীন নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি৷ এসময় আব্দুর রউফ নামের ওই সেনা সদস্যের সাথে দেখা হলে জিজ্ঞেস করি স্বাধীনের বাড়ি কোনটা? পরে জানতে পারি স্বাধীন ও রউফের বাড়ি এক সাথে৷ তবে আমার সাথে নয় আমাদের এক কনস্টেবলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল৷ প্রশাসনের একজন লোক হয়েও তিনি ওই মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দিচ্ছেন এটা খুবই দুঃখ জনক৷
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে যান ডিবির ওই দলটি৷ কোনো রকম পরিচয় নিশ্চিত না হয়েই তারা ওই সেনা সদস্যের বাড়িতে ঢুকে পড়েন৷
শাহজাহান নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ডিবি পুলিশের সদস্যরা যে আচরণ করছেন তা ভাষায় বর্ণনা করার মতো না৷ একজন সাধারণ মানুষকে কোনো অপরাধ ছাড়া এভাবে হেনস্থা করা নজিরবিহীন৷
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমির হোসেন জানান, এটা একটা সিম্পল (সাধারণ) ঘটনা৷ আমাদের টিম মূলত ওই এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়েছিল৷ সেখানে ওই সেনা সদস্যের সাথে একটু ‘ভুল বুঝাবুঝি হয়েছে’৷ এর বেশি কিছু না৷ তবে এই সুযোগে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়৷