বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক মালিক ও শ্রমিকদের যৌথ সভা
রাঙামাটি জেলা ট্রাক মিনি ট্রাক মালিক ও শ্রমিকদের যৌথ সভা
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি হাজী সাবি্বর আহম্মদ ওসমানির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে রাঙামাটি জেলা সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ে পৌর ট্রাক টার্মিনাল যৌথ কমিটির কার্যালয়ে যৌথ কমিটির সভাপতি হাজী সাবি্বর আহম্মদ ওসমানির সভাপতিত্বে ১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷
সভায় বক্তারা চট্টগ্রাম থেকে রাঙামাটি প্রবশ পথে পৌরশহর ভেদভেদীতে পৌরসভা কর্তৃক অবৈধভাবে কর আদায় বন্ধ করা, বিআরটিসি বাস অন্যান্য জেলার ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় চলাচলের ব্যবস্থা করা ও বরকল উপজেলায় ষ্টাফ বোট নামের অবৈধ বোট সার্ভিস বন্ধ করার দাবি জানিয়েছেন ৷
এসময় রাঙামাটি লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, ট্রাক মালিক কল্যাণ সমিতির প্রতিনিধি, রাঙামাটি চট্টগ্রাম মোটরযান মালিক সমিতির প্রতিনিধি, মাঝারী ট্রাক মালিক সমবায় সমিতির প্রতিনিধি, রাঙামাটি জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, রাঙামাটি জেলা অট্রোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, একতা শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধি ও দেশীয় নৌযান মালিক সমিতির প্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷