বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা :আহত ১০
শৈলকুপায় চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা :আহত ১০
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ১২ অক্টোবর বুধবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ১৬টি বাড়ি ভাংটুর ও লুটপাট চালানো হয়৷ পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে৷
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক বিশ্বাসের সাথে একই দলের সাবেক চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরোধ চলে আসছিলো৷
এ ঘটনার জের ধরে বুধবার রাতে শেখড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়৷ সংঘর্ষে আনারুল, শামীম, আলাম, জিন্না, শাহাদত ও বাবুসহ অনত্মত ১০ জন আহত হয়৷ এছাড়াও হামলাকারীরা শেখড়া গ্রামের ইনজার মোল্লা, ইউসুফ মোল্লা, রোজদার, বাশার, হাফিজ, শফিকুল, বাহাদুর, নুর মোহাম্মদ, আয়ুব মোল্লা, শফি, শাহিন শিকদার, ফজলু মন্ডল, নজরুল মন্ডল, হানিফ, লুত্ফর, ফরিদুল ও পিকুলের বসতবাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়৷
আওয়ামীলীগ নেতা মফিজ জানিয়েছেন, ফারম্নকের সমর্থকরা বিনা উস্কানীতে তার সমর্থকদের উপর হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করেছে৷
এদিকে অপর গ্রুপের নেতা চেয়ারম্যান ফারুক বিশ্বাস জানান, তার সমর্থকরা কারো উপর হামলা চালায়নি৷
মফিজের লোকজন নিজেরা নিজেরা মারামারী করেছে বলে তিনি দাবী করেন৷ শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, শেখড়া গ্রামে সংঘর্ষে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও তিনজন আহত হয়েছে৷ এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে৷ পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে বলেও তিনি দাবী করেন৷