শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
গাবতলীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
বগুড়া প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) দক্ষিন কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামেলী মুভমেন্ট সেন্টার বাংলাদেশের পরিচালক সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন প্রদত্ত ১৪ অক্টোবর শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছাবন্দরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়৷
বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল আলম চৌধুরী সনি প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন৷
সোনারায় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, রামেশ্বরপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সমাজসেবক আবু আছাদ৷
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, আব্দুল খালেক, আতাউর রহমান, প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম ও সহকারী শিক্ষক হুমায়ন কবীর প্রমূখ।
প্রধান অতিথি ড. তৌহিদুল আলম চৌধুরী সনি সমাজ সেবক মাহবুবর রহমান ছোটনের নানা মূখী সমাজ সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, ছোটন ও তাঁর পরিবারের অবদান গাবতলী উপজেলা’সহ বিভিন্ন এলাকায় রয়েছে৷ তাঁদের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব-দুঃখী মানুষের কোন কষ্ট থাকতো না৷