শুক্রবার ● ১৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রগতি অনেক দেশের চেয়ে এগিয়ে : শি জিনপিং
বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রগতি অনেক দেশের চেয়ে এগিয়ে : শি জিনপিং
ঢাকা ::(২৯ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশ একটি চমৎকার সম্ভাবনাময় দেশ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অনেক এগিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রগতি অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে। চীন বাংলাদেশে বিনিয়োগকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং বহু বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে চীনের বিনিয়োগ অব্যাহত থাকবে বলে চীনের প্রেসিডেন্ট মন্তব্য করেন।
আজ লা মেরিডিয়েন হোটেল স্যুটে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী চীনের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। স্পিকার চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, চীন বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে চীনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দক্ষতা ও অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশের উন্নয়নে এ অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলে স্পিকার মন্তব্য করেন। সূত্র : বাসস