শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণে নৌকাবাইচ
কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণে নৌকাবাইচ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.০৮মি.) গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলার বক্তারপুর ইউনিয়ন মুক্তিযেদ্ধা কমান্ডের উদ্যোগে ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে বেরম্নয়া ব্রিজ সংলগ্ন বেলাই বিলে এ নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়৷
কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মরণে নৌকাবাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হাসমত আলী৷ বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান পলাশের পরিচালনায় নৌকা বাইচ উদ্বোধন করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শিদ কুলী খান৷
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রিপন মিয়া, সদস্য আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা মিয়া, পদ্মা প্রিন্টার্সের সত্ত্বাধীকারী আমজাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোতালেব দর্জি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কনিকা রাণী দাস, বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর হোসেন দর্জি, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইকবাল হোসেন আকন্দ৷ পরে প্রতিযোগীতায় ৫টি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷
আইয়ুব হোসেন দর্জি পচুর পরিচালনায় নৌকা বাইচ প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করেন বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন৷