শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » কৃষি » বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার কারণে কাল রবিবারের পরিবর্তে ১৯ ও ২০ অক্টোবর হরতাল : ৫টি বাঙালী সংগঠনের পক্ষ থেকে আহবান
বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার কারণে কাল রবিবারের পরিবর্তে ১৯ ও ২০ অক্টোবর হরতাল : ৫টি বাঙালী সংগঠনের পক্ষ থেকে আহবান
সংবাদ বিজ্ঞপ্তি :: (৩০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.৫৮মি.) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো.আলমগীর হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাঙ্গালী সংগঠন গুলোর ডাকা রবিবারের হরতাল পিছিয়ে আগামী ১৯ অক্টোবর বুধবার পালন করা হবে।
১৬ অক্টোবর রবিবার বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমার দিনে ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আগামী কাল হরতালের পরিবর্তে আগামী ১৯ অক্টোবর বুধবার রাঙামাটি ও বান্দরবান জেলায় আর ২০ অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় (সকাল-সন্ধ্যা) হরতাল কর্মসূচী নির্ধারণ করা হয়েছে।
যদিও গত রমজানের সময় চাকমা উপজাতীয় সংগঠন গুলো রোজার মধ্যে টানা আটদিন হরতাল পালন করেছে এবং রাঙামাটিতে জগদ্বাত্রী উৎসবের মধ্যেও হরতাল করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন (আমরা মনে করি প্রতিটি মানুষেরই অন্যের ধর্মে প্রতি শ্রদ্ধা থাকা উচিত)।
পার্বত্য চট্রগ্রামের ৫টি বাঙালী সংগঠন ১৪ অক্টোবর শুক্রবার ঢাকার অস্থায়ী কার্যালয়ে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে জরুরী সভায় উক্ত সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয়।
উল্লেখ্য ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ পাস ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বান্দরবান পার্বত্য জেলার বাঙ্গালী নেতা আতিক এর মুক্তির দাবিতে আগামী ১৯ বুধবার রাঙামাটি ও বান্দরবান এবং ২৯ অক্টোবর খাগড়াছড়িতে বৃহস্পতিবার সর্বাত্ত্বক হরতাল পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে পার্বত্য চট্রগ্রামের ৫টি বাঙালী সংগঠনের পক্ষ থেকে ।