বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পাবনায় পালিত হলো নিসচার সড়ক দিবস
পাবনায় পালিত হলো নিসচার সড়ক দিবস
রনি ইমরান,পাবনা :: “চালক মালিক যাত্রী পথচারী ভাই ভাই” সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই ৷ এই স্লোগান নিয়ে ২২ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (নিসচা) পাবনা জেলা শাখার উদ্দ্যেগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ নিরাপদ সড়ক চায় পাবনা জেলা শাখার সভাপতি মো: হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম হাসনাইন্ (কোয়েল) এর নেতৃত্বে পাবনা টাউন হল থেকে একটি র্যালী বের হয় ৷ র্যালীটির শুভ উদ্ভধোন করেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ৷ পরে হামিদ রোড হয়ে র্যালীটি শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাথমিকি ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক এ.কে.এম মির্জা শহীদুল ইসলাম ৷ সমাবেশে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি মাহাবুব উল আলম মুকুল সভায় নিরাপদ সড়ক সর্ম্পকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং ২২ অক্টোবর আন্তর্জানিক নিরাপদ সড়ক দিবস ঘোষনার জোর দাবী জানান, সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চায় (নিসচা) পাবনা জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক সিনসার সম্পাদক এস.এম. মাহাবুব আলম, নিসচার উপদেষ্টা ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক সিফাত রহমান সনম, নিসচার উপদেষ্টা ও মাছরাঙার টেলিভিশনের সাংবাদিক শহিদুল ইসলাম রিজু, নিসচার উপদেষ্টা বিপ্লব ভট্রচার্য, পাবনা পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: রিয়াজুল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের পাবনা জেলা সাধারণ সম্পাদক এ.এম সামসুজ্জোহা, পাবনা জেলা লালন পরিষদের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম পিলা, ইঞ্জিনিয়ার আবু রায়হান রুবেল, ফারুক হোসেন বিশ্বাস, আসাদুর জামান খোকন, সহসভাপতি মোখলেসুর রহমান রাসেল, মান্নান ভূইয়া, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম বাচ্চু, অর্থ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসিম হোসেন, আইন সম্পাদক এ্যাড. হেলাল উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম খোকন, সদস্য সিদ্দিকুর রহমান, নাজিম হোসেন সালেমান হোসেন দিপন, ইমরান খান, মিলন মাহাবুব, রকি, কানন, মোনয়ারা পারভীন, আরিফ হোসেন প্রমুখ ৷আপলোড : ২২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৫৮ মিঃ