রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব এর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাব এর অভিনন্দন
ঢাকা প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.৫৭মি.) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ঐতিহাসিক ঢাকা সফর সফল হওয়ায় ডিজিটাল বাংলাদেশের সার্থক রূপকার, দেশরত্ন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”র প্রধান উপদেষ্টা ও “জাতীয় অনলাইন প্রেসক্লাব”র সভাপতি ড. মু. জানে আলম রাবিদ, বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও “জাতীয় অনলাইন প্রেসক্লাব”র সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, বনপা’র সিনিয়র সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মুহিত চৌধুরী, রাজু আহমেদ দিপু, মিজানুর রহমান হেলাল, তারেকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুরজামান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রদীপ বড়ুয়া জয়, সমাজ কল্যাণ সম্পাদক সরকার রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক জুঁই চাকমা, এম, সাইফুর রহমান তালুকদার, ওয়ালী উল্লাহ খান, প্রকৌশলী রায়হানুল ইসলাম, সেলিম ভান্ডারী, খলিল উদ্দিন ফরিদ, প্রদীপ ঘোষাল তপু, সদস্য ওবায়দুল হক আবু চৌধুরী, ইকরামুল হক বেলাল, জসিম উদ্দিন, বিপ্লব চাকমা সহ সকল কর্মকর্তা ও সদস্যগণ।
অভিনন্দন বার্তায় “জাতীয় অনলাইন প্রেসক্লাব” ও “বনপা”র নেতৃবৃন্দ উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, বিচক্ষণতা এবং গঠনমূলক মৈত্রীপ্রিয় কূটনৈতিক সাফল্যের প্রমাণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর ঐতিহাসিক ঢাকা সফর। সারা বিশ্ব যখন একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত তখন সব পরাশক্তির সাথে সুসম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও জনগণের স্বার্থ আদায় করে নেয়া শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।
নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমন্ডলের রাজনীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাংলাদেশ। চীনের প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সফল ও দূরদৃষ্টিসম্পন্ন পররাষ্ট্রনীতির পরিচয় আরও স্পষ্ট হয়েছে। ভূরাজনৈতিক-কূটনীতির বিচারে এ মুহূর্তে বাংলাদেশের, একই সঙ্গে ভারত, চীন, জাপান ও পশ্চিমা বিশ্বের সঙ্গে পৃথকভাবে সুসম্পর্ক ও দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য কূটনৈতিক দক্ষতারই প্রমাণ।
উল্লেখ্য যে চীনা প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অতীতের যেকোন সময়ের চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। চীনা প্রেসিডেন্টের এই সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর ফলে চীনা বিনিয়োগ ও সাহায্য সহযোগিতার অর্থনৈতিক মূল্য ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, এই ধারণা করা হচ্ছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার এই সফর উপলক্ষে বিশেষ স্মারকে লেখেন, “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক বিশ্বায়নের সুযোগ কাজে লাগিয়ে সংস্কার ও উন্নয়নের পথে হেটেছে এবং এর ফলে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি সুনিশ্চিত হয়েছে। দেশটির শিল্পায়ন ও নগরায়ণও ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
অভিনন্দনবার্তায় “জাতীয় অনলাইন প্রেসক্লাব” ও “বনপা”র নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।