রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু
কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি ::(১ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে৷ তার নাম মোঃ বাদল মিয়া(৩০)৷
তিনি চাঁদপুর জেলার মদনা এলাকার ইসহাক আলীর ছেলে৷ তিনি রাজধানীর ধানমণ্ডিতে বসবাস করতেন৷
১৬ অক্টোবর রবিবার সকালে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
কারাগারের সিনিয়র জেলা সুপার মোঃ মিজানুর রহমান জানান, সকালে বাদল মিয়া হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়৷ পরে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
তিনি আরও জানান, গত ২৮ সেপ্টেম্বর মাদক মামলায় বাদল ঢাকা থেকে গ্রেফতার হন৷ পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়৷ সেখান থেকে ১ অক্টোবর বাদলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল৷