রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে নৌকা ভাসানের মধ্য দিয়ে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যো প্যোয়
খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে নৌকা ভাসানের মধ্য দিয়ে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যো প্যোয়
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে নৌকা ভাসানের মধ্য দিয়ে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ে’র ধর্মীয় উত্সব ওয়াগ্যো প্যোয় বা প্রবারনা পূর্ণিমা৷১৬ অক্টোবর রবিবার খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের’র ওয়াগ্যো প্যোয় উত্সব নামে দিবসটি ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়েছে ৷
ওয়াগ্যে প্যোয়ে উত্সব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন বিহার (মন্দির) এ দিনব্যাপী নানা পুজা অর্চনার আয়োজন করা হয়৷
সকালে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনা দেয়া হয়৷ বিকালে বিহারগুলোতে বিশেষ প্রার্থনা, হাজার বাতি প্রজ্জলন ও ফানুস বাতি উড়িয়ে প্রদীপ পুজা করা হয়৷
মারমা জনগোষ্টীর মানুষ দিবসটি উপলক্ষে হাজার ফুল দিয়ে বুদ্ধপুজা ও সাধ্যমত ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করে৷ দিনটি উপলক্ষে মারমা তরুন তরুনীরা উত্সব উল্লাসে পালন করে৷
সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়াস্থ চেঙ্গী নদীতে নৌকা ভাসানোর মধ্য দিয়ে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ে’র অন্যতম ধর্মীয় উত্সব ওয়াগ্যে প্যোয়ে৷