রবিবার ● ১৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কধুরখীল মারজিন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
কধুরখীল মারজিন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৬মি.) বোয়ালখালী পৌরসভাস্থ কধুরখীল মারজিন বিহারে গতকাল ১৫ অক্টোবর শনিবার বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কধুরখীল মারজিন বিহারে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, ফানুস উত্তোলন, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা।
বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিষ্ট এসোসিয়েশনর চেয়ারম্যান ও কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ স্থবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টেট সুরাইয়া আক্তার সুইটি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডি,জি এম মো. সাখাওয়াত হোসেন, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এস, এম আশরাফ উদ্দীন কাজল, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক উৎপল কান্তি বড়ুয়া, বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশন এর সদস্য দিলিপ বড়ুয়া ও একুশে পদক প্রাপ্ত বিনয় বাঁশী জলদাশের পূত্র বাবুল জলদাশ ।
বক্তব্য রাখেন দেবপ্রিয় বড়ুয়া ননা, পুলক বড়ুয়া, প্রিয়বন্ধন বড়ুয়া, অঞ্জন বড়ুয়া ও টিশু বড়ুয়া প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, হিংসা বিক্ষুদ্ধ পৃথিবীতে বুদ্ধের সাম্য, মৈত্রী, অহিংসা নীতি পালনের মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় কধুরখীল গ্রামের সবুজ বড়ুয়া শুভ বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ (যুব) W.F.B(youth) এর সহ সভাপতি নির্বাচিত হওয়ায় মারজিন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলের অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভার শুরুতে পঞ্চশীল প্রার্থনা করেন শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া ও আষ্টশীল প্রার্থনা করেন যতীশ চন্দ্র বড়ুয়া।
অলোচনা সভা শেষে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।
সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে ফানুস উত্তোলন ও বৌদ্ধ কীর্তন পরিবেশন করা হয়।
অলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিক সংগঠক উত্তম কুমার বড়ুয়া।