সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » পাবনা » পাবনায় বিশ্ব খাদ্যা দিবস উদ্যাপন
পাবনায় বিশ্ব খাদ্যা দিবস উদ্যাপন
পাবনা প্রতিনিধি :: বিশ্ব খাদ্য দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয়”জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য ও কৃষি বদলাবে” বিষয়ের আলোকে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ১০ টায় ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব, ক্ষতিকর দিক, ফসল হানি সহ পরিবেশের অনিষ্ট সাধন এবং সেই সাথে বৈরী পরিবেশে মানুষের অভিযোজন ক্ষমতা সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধি করাই ছিল বিশ্ব খাদ্যা দিবসের মূল উদ্দেশ্য৷
অনুষ্ঠানের শুরুতে একটি বর্নাঢ্য র্যালী জেলা প্রশাসক রেখা রানী বালো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভূতিভূষণ সরকারের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় হতে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়৷
পরে আলোচনা সভায় পাবনাস্থ উপপরিচালক কৃষিবিদ বিভূতিভূষণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা ও একই দপ্তরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আক্তার হোসেন আজাদ৷
অনুষ্ঠানে দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ের আলোকে স্বাগত বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ সরকার সফিউদ্দিন আহমদ৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ১৬ কোটি মানুষের সীমিত এই দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে এবং বৈরী জলবায়ুর কারনে কৃষি উত্পাদন কমার কথা অথচ আমাদের দেশের কৃষি বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে এবং সরকারের দক্ষ ও সময়োচিত পদৰেপে কৃষির সব শাখায় আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি৷ খাদ্যে স্বয়ংসম্পূর্নতার পাশাপাশি পুষ্টিতে স্বয়ংসম্পূর্ন হতে হবে এবং দিরাপদ খাদ্য উত্পাদনে সকলকে এগিয়ে আসতে হবে বলে তিনি জানান৷ সভাপতির বক্তব্যে পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভূতিভূষণ সরকার জানান, পাবনায় বৈরি আবহাওয়া এবং জলবায়ুর কারনে অনেক সময় ফসলের ৰতির সম্ভাবনা বেড়ে যায় তাত্ক্ষনিক ভাবে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব৷
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.কায়সারুল ইসলাম,কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এটিএম ফজলুল করিম,সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ শিখন, কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুল আলম, কৃষক লীগের সভাপতি মাজহারম্নল ইসলাম ও পাট চাষি সমিতির সভাপতি মুন্সি মোহাম্মদ শাহাদত আলী প্রমুখ৷