সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্ণীতি থামাতে হলে তথ্য অধিকার সম্পর্কে সচেতন হতে হবে
দুর্ণীতি থামাতে হলে তথ্য অধিকার সম্পর্কে সচেতন হতে হবে
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মি.) তথ্য পেলে মুক্তি মেলে, সোনার বাংলার স্বপ্ন ফলে’- এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত হল তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা৷ ১৭ অক্টোবর সোমবার বেলা তিন ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ পরিচালক (প্রশাঃ) ড. মোঃ আব্দুল হাকিম৷ লামা উপজেলা নির্বাহী অফিসার খিং ওয়ান নু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা প্রশাসন, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, শিক্ষক হেডম্যান-কারবারী, সচেতন নাগরিক ও সাংবাদিকবৃন্দ৷
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল আলম৷ এসময় প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, সরকার তথ্য অধিকার সম্পর্কে দেশের সকল নাগরিককে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে৷ কারণ একটি দেশের জনগন যখন তথ্য অধিকার সম্পর্কে সচেতন হবে তখন দাপ্তরিক, প্রশাসনিক ও উন্নয়ন কাজের সরকারী বেসরকারী কর্মকর্তাদের জবাব দিহিতা বাড়বে এবং দেশের উন্নয়ন কাজ আরো তরান্বিত হবে৷ পরে তিনি তথ্য অধিকারের বিভিন্ন দিক নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন৷