সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদন্ড
খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদন্ড
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশে (জেএমবি)’র ৩ সদস্যকে ১০ বছর করে কারাদন্ড ও দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন৷
১৭ অক্টোবর সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুন্যাল এ রায় ঘোষণা করেন৷
এসময় আদালতে ৩ আসামিই উপস্থিত ছিলেন৷
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গার শান্তিপুর এলাকার মো. ইউনুছ৷
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি এডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী ৷ পরে সেখানে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী পাঁচজনকে আটক করে ৷ এসময় একজন পালিয়ে যায়৷
পরদিন ওই পাঁচজনকে আসামি করে ১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরক আইনের ৪ ধারা তত্সহ ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(খ) ধারায় মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়৷
দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ১১ ডিসেম্বর চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান৷
রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ সাত বছর পর এ রায় ঘোষণা করা হয়৷
এর আগে ২৪ সেপ্টেম্বর একই মামলায় ওই তিন আসামিসহ মোট ৫জনকে অস্ত্র আইনে সাত বছর করে কারাদন্ড দেন জেলা ও দায়রা জজ মো. ইনামুল হকের বিশেষ ট্রাইব্যুনাল৷