সোমবার ● ১৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পৌর ট্যাক্স অাদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে : মেয়র রাঙামাটি পৌরসভা
পৌর ট্যাক্স অাদায়ে হিজড়াদের কাজে লাগানো হবে : মেয়র রাঙামাটি পৌরসভা
ষ্টাফ রিপোর্টার :: (২ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৯মি.) রাঙামাটি পৌরসভা মেয়র অাকবর হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাঙামাটি জেলার হাসপাতাল এলাকার ৩য় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়।
১৬ অক্টোবর রবিবার দুপুরে মেয়রের বাসভবনে এসে তারা তাদের বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন।
হিজড়া সম্প্রদায়ের সমস্যার কথা শুনে মেয়র তা সমাধানের অাশ্বাস প্রদান করেন এবং পৌরসভায় তাদেরকে দিয়ে কোন কাজ করা যাবে কিনা তা চিন্তাভাবনা করবেন বলে জানান মেয়র।
হিজড়াদের রাঙামাটির সর্দার নয়ন তারা বলেন,এই প্রথম বার কোন মেয়র তাদের সাথে সময় দিয়েছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। ভবিষ্যতে মেয়রের যে কোন কাজে রাঙামাটির হিজড়ারা সহায়তা করবেন বলে জানান।
এসময় মেয়র বলেন, পৌরসভার উন্নয়নের মুল শক্তি হলো কর অাদায় করা,কর খেলাপিদের কর অাদায়ে তাদের কাজে লাগানো হবে বলে জানান তিনি। মেয়র আরো বলেন সকল মানুষই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাই কাউকে হেয় দৃষ্টিতে দেখা উচিৎ নয়। মেয়র বলেন, তারা হিজড়া হলে ও অামি তাদের সম্মান করি, সমাজে স্ব স্ব অবস্থানে থেকে সকলকে সম্মান জানানো উচিৎ বলে মনে করি।
পরে তাদের সকলকে নিয়ে মেয়র মধ্যাহ্নভোজে মিলিত হন মেয়র ।