মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খেলা » ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই
ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই
ক্রীড়া প্রতিবেদক :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৩ মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলমান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল আই৷
গ্রুপ-ই তে শক্তিশালী চ্যানেল আই ৬১ রানের বড় ব্যবধানে বাংলা নিউজ২৪কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্ণামেন্টে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে৷ (স্কোর : চ্যানেল আই ১০২/২ ও বাংলা নিউজ২৪ ৪১/৫)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের শফিকুল
৷ এছাড়া নিজ নিজ খেলায় জয় পেয়েছে কালের কন্ঠ, আর টিভি, ডেইলি ইনকিলাব , বনিক বার্তা ও মাছরাঙা টিভি৷ মঙ্গলবার ১৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কালেরকন্ঠ ৪৫রানে হারিয়েছে দ্য ইন্ডিপেন্ডেকে৷ (স্কোর : কালের কন্ঠ ১১৮/১ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট ৭৩/৪)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের মমিন৷ আর টিভি ৩২রানে জয় পেয়েছে মানব কন্ঠের বিপৰে৷ (স্কোর : আর টিভি ৮৬/২ ও মানব কন্ঠ ৫৪/৫)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের ফয়েজ৷ ডেইলি ইনকিলাব ৪উইকেটে জয় পেয়েছে এটিএন বাংলার বিপক্ষে৷ (স্কোর : এটিএন বাংলা ৭০/৫ ও ইনকিলাব ৭২/২)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের হাসান৷ বনিক বার্তা ৮৬ রানের বড় জয় পেয়েছে বৈশাখী টিভির বিপৰে৷ (স্কোর : বনিক বার্তা ১২৩/১ ও বৈশাখী টিভি ৩৭/৬)৷ ম্যাচ সেরা হন জয়ী দলের সাকিব৷
এদিকে দিনের শেষ খেলায় বিডি নিউজ২৪ মাঠে না আসায় উক্ত ম্যাচে ওয়াক ওভার পায় মাছরাঙা টিভি৷ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের চেয়ারপার্সন নাফিসা কামাল, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকীম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস ও হকি ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হাজী মনোয়ার হোসেন৷
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীব ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির কর্মকর্তারা৷
আগামীকালের খেলা বুধবার ১৯ অক্টোবর
১. ঢাকা ট্রিবিউন বনাম দি ইন্ডিপেন্ডেন্ট (গ্রুপ-এ, সকাল ৯.৩০মিনিট)
২. যমুনা টিভি বনাম এসএ টিভি (গ্রুপ-বি, ৯.৩০মিনিট)
৩. বৈশাখী টিভি বনাম জিটিভি (গ্রুপ-এফ, সকাল ১০.৩০মিনিট)
৪. আর টিভি বনাম বিটিভি (গ্রুপ-এইচ, সকাল ১০.৩০মিনিট)
৫. নিউজ২৪ টিভি বনাম ডেইলি স্টার (গ্রুপ-জি, বেলা ১১.৩০মিনিট)
৬. ইনকিলাব বনাম নয়া দিগন্ত (গ্রুপ-বি, বেলা ১১.৩০মিনিট)