মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ পল্লী বিদ্যুত মিটার রিডারদের কর্মবিরতি
বিশ্বনাথ পল্লী বিদ্যুত মিটার রিডারদের কর্মবিরতি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) সিলেটের বিশ্বনাথে পল্লী বিদ্যুত জোনাল অফিসে কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন৷
তাদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ও চুক্তি বাতিলের প্রতিবাদে চাকুরী স্থায়ী করণের দাবিতে ওই কর্মবিরতী পালন করা হয়৷ রবিবার থেকে সিলেট পল্লী বিদ্যুত্ সমিতি-১ মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কর্মচারী লীগ ব্যানারে ওই কর্মবিরতি শুরু করা হয়৷
চার দফা দাবিতে ১৮ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত তিনদিন ধরে ওই কর্মবিরতী চালিয়ে যাচ্ছেন তারা৷ চারদফা দাবির মধ্যে রয়েছে-চুক্তি চলমান রাখা, ৯ বছর পর পর নিয়োগ প্রদান, ৫৫বছর বয়স পর্যন্ত চাকুরী বহাল ও মিটার রিডিং ৫হাজার প্রত্যাহার করে ২ হাজারে বহাল রেখে বিল বিতরণ৷
এসময় কর্মবিরতিতে অংশগ্রহণ করেন, ফয়েজ মিয়া, আসাদ মিয়া, শহিদুল ইসলাম, রহমত আলী, শিশির, মানিক মিয়া, নির্মল, হাবিব ও গোলজার প্রমুখ৷