মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি) প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এ তথ্য জানানো হয়েছে৷
খাগড়াছড়ি সদর থানার মামলা নং-৩ ( তারিখ ০৫.০১.২০১৫) ও ৪ (তারিখ ০৬.০১.২০১৫) এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে বলে পত্রে উল্লেখ করা হয়৷
এদিকে খাগড়াছড়ির সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল মমিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তার স্ট্যাটাসে বলেন, শুধুমাত্র মামলার চার্জশীট দাখিল করার কারণে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোন জনপ্রতিনিধিকে এভাবে বরখাস্তের বিধান সম্পূর্ণ গনতন্ত্র পরিপন্থী৷ এমন বিধান বাতিল করে জনগণের আশা আকাংখার প্রতিফলন ও অধিকার প্রতিষ্ঠা করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন৷
এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার নিকট জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন,পার্বত্য খাগড়াছড়ির আসনের সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার অনুরোধে বিএনপি সমর্থিত প্রার্থী তাজুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করানোর জন্যে দলীয় নেতাকর্মীরা অনেক শ্রম,ঘাম ঝড়িয়েছেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি তা ভুলে গেছেন ৷
তিনি উপজেলা চেয়ারম্যানের পদ রক্ষা করতে ১৫ আগষ্ট শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পরেও শেষ রক্ষা হয়নি বলেও জানান৷