মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১
গাজীপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব৷
১৮ অক্টোবর মঙ্গলবার ভোরে র্যাব-১ স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে৷
আটককৃত এস.এম আজাদ (৪৬) বরমী মধ্যপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে ও বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুজ্জামানের ভাই৷ আজাদ গাজীপুর জেলার আলম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি৷
তাকে গ্রেফতারকালে শয়ণ কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশি পিস্তল ও ৫রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়৷ উদ্বারকৃত পিস্তলটি আমেরিকান৷
আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা এবং অস্ত্র বেচাকেনা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে অস্ত্র রেখেছে৷
র্যাব- ১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মহিউল ইসলাম জানান, আটককৃত আজাদ প্রভাবশালীদের ছত্রছায়ায় বরমী নৌঘাট এলাকায় বালু মহাল ও নৌ ট্রলার হতে নিয়মিত চাঁদাবাজী, ভূমিদখল, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতো৷ তার বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে৷
তার বিরুদ্ধে র্যাবের এস আই শাখাওায়াত হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন৷