বুধবার ● ১৯ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুদকের মামলায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাঙামাটিতে গ্রেফতার
দুদকের মামলায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাঙামাটিতে গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার :: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর দায়েরকৃত জালিয়াতি মামলায় রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে গ্রেফতার করেছে রাঙামাটি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৮ অক্টোবর মঙ্গলবার রাত ৯ টার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার সিদ্ধিভবন এর পার্শে টেক্সটাইল মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে রাজউক এর অথরাইজড অফিসার থাকাকালীণ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রাজধানীর বেশ কিছু বহুতল ভবনের নকশা অনুমোদন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করা হয়।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক শফিকুর রহমান ভূইয়ার নেতৃত্বে দুদকের সহকারী পরিদর্শক মিজান উদ্দিন ও রাঙামাটি কোতয়ালী থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এসময় সুকোমল চাকমা নিজেকে নির্দোষ দাবী করে বলেন, যে দুর্নীতি আমি ধরেছি সেই দুর্নীতিতে আমাকে ফাঁসানো হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ।
আটকের পর সুকোমল চাকমাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ।